একশো দিন কাজ প্রকল্পের সুপারভাইজার দের বিক্ষোভ

18th November 2020 8:18 pm মালদা
একশো দিন কাজ প্রকল্পের সুপারভাইজার দের বিক্ষোভ


দেবাশীষ পাল ( মালদা ) :  মালদহের হবিবপুর ব্লকের সাত দফা দাবি তুলে বুধবার ব্লকের বিভিন্ন অঞ্চলের m.g.n.r.e.g.a কাজের প্রশিক্ষন প্রাপ্ত সুপারভাইজারা রাইসমিল হাট থেকে একটি রালি করে হাতে প্যাকার্ড হাতে নিয়ে হবিবপুর ব্লকে আসে ব্লকের সামনে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে পরে ভার প্রাপ্ত আধিকারিক বিডিও IAS পি প্রমোথ হাতে সুপার ভাইজার তাদের দাবি সদন তুলে দেয়। তাদের সাত দফা দাবি গুলি মধ্যে ছিলো নতুন সুপার ভাইজারদের আইডি বন্ধ করতে হবে, প্রশিক্ষণ প্রাপ্ত সুপার ভাইজারদের বাদ দিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ নিজেদের পরিজনদের দিয়ে কাজ করাচ্ছে তা বন্ধ করতে হবে। সুপার ভাইজারদের অন্যান্য কাজ দিতে হবে, লেবারদের সাথে তাদেরও মজুরি সঠিক সময় দিতে হবে। পঞ্চায়েত কর্তৃপক্ষ সুপারভাইজারদের মাস্টাররোল অন্ধকারে চাপ দিয়ে সই করিয়ে নেয় সে ক্ষেত্রে সুপারভাইজাররা দায়ী থাকবেন না সহ বিভিন্ন দাবি । মোট সাত দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় এদিন। সুপারভাইজার সমিতির সম্পাদক শেখ মানওয়ার হোসেন বললেন, “বিডিওকে সমস্ত রকম দাবিপত্র জানানো হয়েছে। সমস্ত দাবি খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করার আশ্বাস দিয়েছেন”।

 





Others News